শপথ নিয়ে রাজার মুকুট পরলেন চার্লস

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নিয়ে মুকুট পরেছেন তৃতীয় চার্লস। একই সঙ্গে রানী হিসেবে অভিষেক হয়েছে চার্লসের স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারও।

মুকুট পরার পর প্রিন্স উইলিয়াম তার পিতাকে আনুগত্যের শপথ হিসেবে নতজানু হয়ে ঐতিহ্যবাহী শ্রদ্ধা জানালে আবেগপ্রবণ হয়ে পড়েন চার্লস।

এ সময় উইলিয়াম বলেন, ‘আমি উইলিয়াম, প্রিন্স অব ওয়েলস, আপনার প্রতি আমার আনুগত্য ও বিশ্বাসের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনার প্রতিনিধি হিসেবে আপনাকে বহন করব। ঈশ্বর আমাকে সাহায্য কর।’

তারপর তিনি দাঁড়িয়ে চার্লসের মুকুট স্পর্শ করেন এবং তার গালে চুম্বন করেন। চার্লস অভিভূত হয়ে তার ছেলের দিকে মাথা নেড়ে বলেন, ‘আমেন, আপনাকে ধন্যবাদ উইলিয়াম।’

কয়েক মিনিট পর ক্যামিলার মাথায়ও রানীর মুকুট পরানো হয় এবং রানী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রানীর মাথায় কুইন মেরির মুকুট পরিয়ে বলেন, ‘আপনার দাস ক্যামিলা, যিনি এই মুকুটটি পরিধান করেছেন, আপনার অনুগ্রহে এবং সমস্ত রাজকীয় গুণাবলিতে পরিপূর্ণ হোক।’

১৯১১ সালে জর্জ পঞ্চমের রাজ্যাভিষেকের জন্য মুকুটটি চার্লসের দাদি কুইন মেরির জন্য তৈরি করা হয়েছিল।

ডোভারের বিশপ তখন রানীকে ডোভের সঙ্গে রড ও লর্ড চার্টেসের ক্রসসহ রাজদণ্ড উপস্থাপন করেন।

প্রসঙ্গত, রাজা চার্লস তিন বছর বয়স থেকে সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। তাকে মুকুট পরানোর আগে রাজাকে পবিত্র তেল দিয়ে অভিষিক্ত করা হয়েছিল।

মুকুট পরার কয়েক মিনিট আগে চার্লস বাইবেল নিয়ে শপথ করেছিলেন ও চুম্বন করেছিলেন। ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথবাক্যে চার্লস বলেন, ‘আমি চার্লস, ঈশ্বরের সামনে আন্তরিকতার সঙ্গে স্বীকার করছি, সাক্ষ্য দিচ্ছি এবং ঘোষণা করছি যে, আমি একজন বিশ্বস্ত প্রোটেস্ট্যান্ট এবং আমি সেই অনুযায়ী কাজ করব। সিংহাসনে প্রোটেস্ট্যান্ট উত্তরাধিকার সুরক্ষিত আইনের প্রকৃত অভিপ্রায় আমার সর্বোত্তম ক্ষমতায় বহাল ও বজায় রাখব।’

চার্লস মুকুট পরার পর হ্যারিকে তার আশপাশের রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বলতে শোনা যায়, ‘ঈশ্বর রাজা চার্লসকে রক্ষা করুন। দীর্ঘজীবী হোক রাজা চার্লস। রাজা চিরকাল বেঁচে থাকুক।’

এর আগে রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নিয়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান তারা।

এদিকে রাজা চার্লসের রাজ্যাভিষেকে যোগ দিতে দেশ-বিদেশের নেতা ও তারকারাও ওয়েস্টমিনস্টার অ্যাবেতে জড়ো হয়েছেন। বিশ্বের প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।

প্রথামাফিক ক্যান্টারবুরির আর্চবিশপ তাকে মুকুট পরিয়ে দেবেন। পরে গোল্ড স্টেট কোচ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে এক মাইল দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেবেন তিনি।

এই শোভাযাত্রার মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসে ফিরবেন রাজা চার্লস ও রানী ক্যামিলা। এরপর তারা বাকিংহাম প্যালেসের বারান্দায় দাঁড়িয়ে উদ্‌যাপনমূলক ফ্লাইপাস্ট (বিমানের মহড়া) দেখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button