কন্যার প্রেমে সাময়িক সমস্যা, তুলার কর্মে উন্নতি
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
মানসিক হতাশা বৃদ্ধি পেতে পারে। কর্মে সাময়িক সমস্যা আসতে পারে। ব্যবসায় মিশ্রযোগ। প্রেম নিয়ে সংশয়।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সফলতার খবর পেতে পারেন। শিক্ষাযোগ শুভ। ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ আছে। প্রেমে বাধা।
মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেমে আত্মীয়র ব্যবহার আপনাকে বিচলিত করতে পারে। পরিবারে শুভ যোগ। শারীরিক সমস্যা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেম নিয়ে জটিলতা দেখা দেবে। পারিবারিক জটিলতায় সমস্যা। কর্মযোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রেম সম্পর্কে সমস্যা দখা দিতে পারে। কর্মযোগে বাধা। শিক্ষায় উন্নতির যোগ। ব্যবসায় শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেমে সাময়িক সমস্যা। ব্যবসায় সমস্যা সমাধান হতে পারে। শুভ খবর পেতে পারেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারে সম্পত্তি সমস্যা দেখা দিতে পারে। কর্মে উন্নতি। ব্যবসায় সাফল্য। প্রেমে বাধা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম নিয়ে সংশয় থাকলেও শুভ ফলের সম্ভাবনা। শিক্ষায় উন্নতির যোগ। কর্মে উন্নতি যোগ। আর্থিক যোগে মিশ্র প্রভাব।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ব্যবসায় পুরনো সমস্যার সমাধান হবে। প্রেম শুভ। বন্ধুর সাহায্যে আর্থিক লাভ। মাস শেষে ভ্রমণের সম্ভাবনা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মে মিশ্র প্রভাব বজায় থাকবে। প্রেমে বাধা। ব্যবসায়ে সমস্যা। আর্থিক যোগে বাধা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমের প্রস্তাব পেতে পারেন। শিক্ষায় বাধা। কর্মে উন্নতির প্রয়াস ব্যর্থ হতে পারে। ব্যবসায় মিশ্র প্রভাব পড়বে।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বন্ধুর মাধ্যমে প্রেমের সমস্যার সমাধান হবে। কর্মে উন্নতিতে সহকর্মীর বাধা আসতে পারে। যাত্রাযোগ শুভ।