গাজীপুরের দর্শনীয় স্থান সমূহ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে, জাগ্রত চৌরঙ্গী, ছয়দানা দীঘি ও যুদ্ধক্ষেত্র, ঊনিশে স্মারক ভাস্কর্য, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, আনসার-ভিডিপি একাডেমী, স্মারক ভাস্কর্য, মুক্তিযুদ্ধ স্মৃতি কর্নার, রাজবাড়ি শ্মশান, শৈলাট, ইন্দ্রাকপুর, কপালেশ্বর, রাজা শিশুপালের রাজধানী, একডালা দুর্গ (প্রাচীন ও ধ্বংসপ্রাপ্ত), মীর জুমলার সেতু, সাকাশ্বর স্তম্ভ, বঙ্গতাজ তাজউদ্দিনের বাড়ি, বিজ্ঞানী মেঘনাথ সাহার বাড়ি, রবীন্দ্র স্মৃতি বিজড়িত কাওরাইদ বাংলো, ভাওয়াল রাজবাড়ি, বলধার জমিদার বাড়ি, পূবাইল জমিদার বাড়ি, বলিয়াদী জমিদার বাড়ি, কাশিমপুর জমিদার বাড়ি, দত্তপাড়া জমিদার বাড়ি, হায়দ্রাবাদ দীঘি, ভাওয়াল কলেজ দীঘি, রাহাপাড়া দীঘি, টেংরা দীঘি, তেলিহাটী দীঘি, সিঙ্গার দীঘি (পাল রাজাদের রাজধানী নগরী), সিঙ্গার দীঘি, কাউছি টিহর, কর্ণপুর দীঘি, চৌড়া দীঘি, মাওনা দীঘি, ঢোলসমুদ্র দীঘি ও পুরাকীর্তি, রাজবিলাসী দীঘি, কোটামুনির ডিবি ও পুকুর, মনই বিবি-রওশন বিবির দীঘি (চান্দরা), মকেশ্বর বিল, বিল বেলাই, উষ্ণোৎস, গঙ্গা (সরোবর) তীর্থক্ষেত্র, ভাওয়াল রাজশ্মশানেশ্বরী, বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র,টোক বাদশাহী মসজিদ, কৃষি গবেষনা ইনস্টিটিউট, ধান গবেষনা ইনস্টিটিউট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, সমাধি ক্ষেত্র (কবরস্থান), চৌড়া, কালীগঞ্জ সাকেশ্বর আশোক আমলের বৌদ্ধস্তম্ভ (ধর্মরাজিকা), পানজোড়া গির্জা, ব্রাহ্মমন্দির, সমাধিক্ষেত্র, গুপ্ত পরিবার, সেন্ট নিকোলাস (চার্চ), বক্তারপুর ঈশা খাঁর মাজার, তিমুলিয়া গির্জা, শত শত কারখানা, এগারোটি নদ নদী।
গাজীপুরে কর্মরত সিনিয়র সাংবাদিক মীর মো. ফারুক(বাংলাভিশন) এর ফেসবুক থেকে নেওয়া।