মহাকাশ থেকে শুরু বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ, ৭ আগস্ট আসবে বাংলাদেশে

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি কিছু একটার উপরে রাখা। ব্যাকগ্রাউন্ডে নীল গ্রহ পৃথিবী, ঠিক যেন মহাশূন্যে ভাসছে ট্রফি। না কোনও গ্রাফিক্সের কাজ নয়। সত্যিই মহাশূন্যে গিয়েছিল অনেকের আরাধনার এই বস্তু। সেখান থেকে শুরু হলো ট্রফির বিশ্ব ভ্রমণ।

পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার ফুট ওপরে নেওয়া হয়েছিল ট্রফিকে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয় মহাকাশে। পরে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে সম্ভাব্য ফাইনালের ভেন্যু বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নামানো হয় এই ট্রফি।

বেস্পোক স্ট্রাটোস্ফেরিক বেলুনের সাহায্যে মহাকাশে নেওয়া হয়েছিল বিশ্বকাপ ট্রফি। পৃথিবীর বায়ুমন্ডলের প্রান্তে রাখা বিখ্যাত সিলভারওয়্যারের দর্শনীয় শটগুলো নেওয়া হয় ফোরকে ক্যামেরার সাহায্যে। ট্রফি নিয়ে বেলুন অতিক্রম করেছিল বায়ুমন্ডলের ৯৯.৫ শতাংশ, যেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৬৫ ডিগ্রি।

মহাকাশ ঘুরে শুরু হয়েছে বিশ্বকাপ ট্রফির ভ্রমণ। বহুল আকাঙ্ক্ষিত টুর্নামেন্টের আগে ১০ লাখ ভক্তের সংস্পর্শে যাবে এটি। পাঁচটি মহাদেশের ১৮টি দেশে ঘুরবে। ভারতের ২০টি শহর ঘুরে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোতে যাবে। এছাড়া বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি ও যুক্তরাষ্ট্রে ভক্ত-সমর্থকদের সামনে দেখা দেবে এটি। বাংলাদেশে আসবে ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।

আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ শুরুর ক্ষণগণনার গুরুত্বপূর্ণ মাইলফলক এই ট্রফি ট্যুর। এই ভ্রমণে আইকনিক ট্রফিটি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের দেখা দেবে। ক্রিকেটে ১০০ কোটিরও বেশি ভক্ত আছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে এই বিখ্যাত ট্রফির সংস্পর্শে আসার সুযোগ করে দিচ্ছি, যেটা আমাদের ক্রিকেটের অনেক কিংবদন্তি উঁচিয়ে ধরেছিল।’

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘ক্রিকেটের মতো আর কোনও খেলা ভারতকে একত্রিত করতে পারে না এবং দেশজুড়ে উত্তেজনা তৈরি হচ্ছে, আমরা ছয় সপ্তাহের জন্য বিশ্বের সেরা দলগুলোকে খেলানোর প্রস্তুতি নিচ্ছি।’

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হবে বিশ্বকাপ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করেনি বিসিসিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button