সম্পদ হারানো ধনকুবের তালিকায় শীর্ষে আদানি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ছয় মাসে ৬ হাজার ২০ কোটি ডলার হারিয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। সম্পদ হারানো ব্যক্তিদের তালিকায় শীর্ষে তার নাম। ২৪ জানুয়ারি হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের জেরে কেবল ২৭ জানুয়ারি তার সম্পদ কমে যায় ২ হাজার ৮০ কোটি ডলার। খবর হিন্দুস্তান টাইমস।
গৌতম আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৪ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্কভিত্তিক শর্ট-সেলার হিনডেনবার্গ। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির’ অভিযোগ আনা হয়। এছাড়া আদানি গ্রুপের ঋণের পরিমাণ ও তাদের ট্যাক্স হেভেন ব্যবহার নিয়েও তথ্য প্রকাশ করা হয়। তবে চলতি বছরের ২৭ জুন আদানি এন্টারপ্রাইজের বার্ষিক প্রতিবেদনে সুপ্রিম কোর্টের প্যানেলের বক্তব্যে আদানি গ্রুপ অভিযোগ অস্বীকার করে। প্রতিবেদন সম্পর্কে আদানি জানান, তারা তাকে উদ্দেশ্য করে ভুল তথ্য দিয়েছে। হিনডেনবার্গ তার ভাবমূর্তি নষ্ট করতে ও আদানি গোষ্ঠীর শেয়ারদর কমিয়ে নিজেদের তহবিল পূর্ণ করতে এমন কাণ্ডে মেতেছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্যানুসারে, বছরের প্রথম ছয় মাসে বিশ্বের প্রথম সারির ৫০০ ধনী মানুষের সম্পদ বেড়েছে ৮৫ হাজার ২০০ কোটি ডলার। অন্যদিকে ছয় মাসে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সভুক্ত ধনী ব্যক্তিদের সম্পদ দিনে ১ কোটি ৪০ লাখ ডলার করে বেড়েছে। ২০২০ সালের শেষার্ধের পর চলতি বছরের প্রথম ছয় মাসে ধনীদের সম্পদ বেড়েছে সবচেয়ে বেশি।