যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে অঙ্গরাজ্যটির একটি শহরে এ হামলার ঘটনা ঘটনা ঘটে।
রোববার (১৬ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ঘটনাটির পর হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হয়, জর্জিয়ার শহর হ্যাম্পটনে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে আইন প্রয়োগকারী সংস্থা সদস্যরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে।
এনবিসি নিউজ বলছে, নিহতদের তিনজন পুরুষ এবং একজন নারী বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেন, ‘হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে তা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয়। অভিযুক্তকে বিচারের আওতায় আনা হবে।’
বন্দুক হামলার এই ঘটনার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সঙ্গে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।