ইন্টার মিয়ামির জার্সিতে মেসি ঝলক চলছেই

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ইন্টার মিয়ামির জার্সিতে অপ্রতিরোধ্য লিওনেল মেসি। তাকে থামাবে কে? আজ ভোরে লিগ কাপ ম্যাচে অরল্যান্ডে সিটি এসসির বিপক্ষে জোড়া গোল করে মিয়ামিকে ৩-১-এ জেতান তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দলটির হয়ে এ নিয়ে তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল তার। মেসির নৈপুন্যে পাওয়া এই জয়ে লিগ কাপের শেষ ষোলো নিশ্চিত করল ইন্টার মিয়ামি।
ষষ্ঠ মিনিটে কাছ থেকে নেয়া শটে গোলে করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। রবার্ট টেইলর মেসিকে লব পাস দিলে আর্জেন্টাইন সুপারস্টার বক্সের মধ্যে দুর্দান্ত এক রানিং শেষে গোল আদায় করে নেন। সাতবারের ব্যালন ডি’অরজয়ী ফরওয়ার্ড প্রথমে বল বুকে রিসিভ করে ভলিতে পরাস্ত করেন অরল্যান্ডোর গোলকিপারকে (১-০)। গত ২১ জুলাই ইন্টার মিয়ামিতে অভিষেকের পর এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন মেসি।
এর ১১ মিনিট পর সিজার আরাউহোর গোলে সমতা আনে অরল্যান্ডো। প্রথমার্ধের বিরতিতে মাঠ ছাড়ার সময় মেসিকে বেশ হতাশ দেখা যায়। বিরতি থেকে ফেরার পর এগিয়ে যেতে বেশিক্ষণ লাগেনি ইন্টারের। ৫১ মিনিটে জোসেফ মার্টিনেজের পেনাল্টি গোলে ব্যবধান ২-১ করে ফেলে মেসির দল। ৭২ মিনিটে মেসি আরেক গোল করলে জয় সুনিশ্চিত হয় মিয়ামির। মার্টিনেজের পাসে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।
এই ম্যাচে বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বার্সার সাবেক ত্রয়ী। মেসি, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা এই প্রথম বার্সার বাইরে একত্রে খেললেন। গত মাসে প্যারিস সেন্ট জার্মেই ছেড়ে মিয়ামিতে পাড়ি জমান মেসি। এরপর তাকে অনুসরণ করেন সাবেক সতীর্থ বুসকেটস ও আলবা।
জয় শেষে ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনেজ বলেন, ‘মেসি তিন ম্যাচে পাঁচ গোল করবে, এটা ভাবা অযৌক্তি নয়। আমরা তো বিশ্বের সেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। সে গত ১৭-১৮ বছর ধরে একই কাজ করে আসছে। সে তো বলেছে, এখানে আসছে লড়তে ও জিততে। সে যা বলেছে সেটাই করছে।’
মেজর লিগ সকার ও মেক্সিকান লিগের দলগুলোকে নিয়ে এই লিগ কাপের শেষ ষোলোয় ডালাস এসসির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।