আইফেল টাওয়ারে বোমা আতঙ্ক, সরিয়ে নেয়া হয়েছে দর্শনার্থীদের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে বোমা আতঙ্কের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। এরপর তা বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার (১২ আগস্ট) এ ঘটনা ঘটে।
ফরাসি পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।
এদিকে, বিএফএমটিভির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আতঙ্কের পরে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে স্থান পর্যবেক্ষণ করছে।
আইফেল টাওয়ারের দক্ষিণ স্তম্ভের নিচে একটি পুলিশ স্টেশন রয়েছে। সেখানে দর্শনার্থীদের প্রবেশের আগে নিরাপত্তা পরীক্ষা করা হয় এবং ভিডিও নজরদারির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।
এর আগে, ২০১৯ সালে একজন ব্যক্তিকে পাশ দিয়ে ওপরে উঠতে দেখা যাওয়ার পরে আইফেল টাওয়ার খালি করা হয় এবং বন্ধ করে দেয়া হয়।