টঙ্গীতে বিআরটিসি’র বাসে আগুন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর চেরাগআলীতে বিআরটিসি’র দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাস ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮ এ আগুন দেয়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তবে বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। কয়েকজন যাত্রী ভেতরে থাকলেও আগুন লাগার পর দ্রুত নেমে পড়েন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন বলে বাসটির চালক জানিয়েছেন। তাদের মধ্য থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।