বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রাম নামক স্থান থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে বলে জানায় বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বলেন, বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে নাশকতার অভিযোগে শ্রীপুর থানায় দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম বাচ্চু জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমাবেশ ও মিছিল শেষে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে গাজীপুরের ধীরাশ্রম নামক স্থান থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এদিকে, পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা: এজেডেম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী। বিবৃতি অবিলম্বে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নি:শর্ত মুক্ত দাবি করেন তারা।