পূবাইলের করমতলায় তুলার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের মাঝুখান-করমতলা এলাকায় শনিবার সকালে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন সিনিয়র স্টেশন অফিসার মোঃ আতিকুর রহমান এবং স্থানীয়রা জানান, সকাল পৌনে ৯ টার দিকে ওই তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ও উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর শুরু করে।
সকাল এগারোটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।