কভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও চালক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় পাঠাও মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন এর এক যাত্রী।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাইদুল ইসলাম স্বপন। তিনি ঢাকার কাফরুল থানার সেনপাড়া এলাকার সোহরাব হোসেনের ছেলে।
জিএমপি’র ট্রাফিকের পরিদর্শক মো. শাহাদত আলী বলেন, “পাঠাও সার্ভিসের মোটরসাইকেলে করে যাত্রী নিয়ে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিলেন সাইদুল। বেলা পৌনে ২টার দিকে ছয়দানা এলাকায় ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
“এতে মোটরসাইকেলের চালক সাইদুল ঘটনাস্থলেই নিহত হন।”
দুর্ঘটনায় আহত হন তার অজ্ঞাতপরিচয় এক যাত্রী। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন।