কোনো মামলা নেই তবু আটক বিএনপির দুই নেতা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোনো প্রকার মামলা বা অভিযোগ ছাড়াই শ্রীপুরে বিএনপির ২ নেতাকে আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে নিজবাড়ি পৌর এলাকার ভাংনাহাটি গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক বিএনপি নেতা হুমায়ূন কবির সরকার গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও আব্দুল মোতালেব শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

আটক দুজনই গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক।

ঐক্যফ্রন্টের প্রার্থী ইকবাল সিদ্দিকী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, সরকারি দল আমার নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে আতঙ্ক তৈরির জন্যই কোনো প্রকার মামলা অভিযোগ ছাড়াই দুই নেতাকে আটক করেছে। তারা (সরকারি দল) আমার প্রার্থিতাকে ভয় পেয়েছে। তারা জনগণের ভোটের উপর আস্থা না রাখতে পেরে প্রশাসনকে ব্যবহার করে এখন ধরপাকড় শুরু করেছে। এরই অংশ হিসেবে কোনো গ্রেফতারি পরোয়ানা ও মামলা না থাকার পরও নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ ২ নেতাকে আটক করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button