উপজেলা ভোট: প্রথম ধাপে গাজীপুরের ৩ উপজেলায় ৩৬ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের গাজীপুরে তিনটি উপজেলায় নয়টি পদে ৩৬ জন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের চেয়াররম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গাজীপুর সদর উপজেলায় ৫ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন এবং কালীগঞ্জ উপজেলায় ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকলেই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচনের রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান এ তথ্য জানান।
রিটানিং অফিসার এ এইচ এম কামরুল হাসান সংবাদ মাধ্যমকে জানান, এবার কেবল অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, মো. কফিল উদ্দিন, মো. ইজাদুর রহমান চৌধুরী, মো. শফিকুল ইসলাম, রীনা পারভীন এবং আতিকুজ্জামান মোহাম্মদ।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোঃ বেলায়েত হোসেন, মঞ্জুরুল হক, মোঃ রাসেল রানা, মোঃ লিয়াকত আলী, মোহাম্মদ আব্দুল লতিফ এবং নাজমুল আলম জুয়েল।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, হাছিনা সরকার, মৌসুমী রেজা বৃষ্টি, শিফন এবং শেখ মোকাম্মেল দীনা।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ১০২ এবং মহিলা ভোটার ৬৭ হাজার ৪৩৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯টি।
কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিন করেছেন ৯ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।
চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন, আমানত হোসেন খান এবং মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, সৈয়দ মজিবুর রহমান, মোঃ ইমান উল্লাহ্ শেখ, হাফিজুল হক চৌধুরী, মোঃ আফছার উদ্দিন এবং এ কে এম আলমগীর হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, শামীমা নাছরিন এবং রওশন আরা সরকার।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৬১৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫৭ হাজার ৯০২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১৯টি।
কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিন করেছেন ১২ জন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
চেয়ারম্যানে পদের প্রার্থীরা হলেন, আশরাফী মেহেদী হাসান, মো. হাবিবুর রহমান এবং মোহাম্মদ আমজাদ হোসেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোজাম্মেল হক, মুহাম্মদ মাহমুদুল হাসান, এম এ সাদ্দাম হোসেন, আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা এবং মোঃ ফারুক ভূঁঞা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জুয়েনা আহমেদ, শর্মিলী দাস এবং শর্মিলা রুথ রোজারিও।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৩৬, মহিলা ১ লাখ ২০ হাজার ২৪ জন এবং হিজড়া ২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯০টি।
তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। ভোট হবে আগামী ৮ মে।