১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি।

বুধবার (২ মে) সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরার সময় অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অপহৃতদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহৃতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল ৩ নম্বর ওয়ার্ড এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুচ ছালামের ছেলে আবদুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম, মৃত জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আইয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, ৪ নম্বর ওয়ার্ড গৌজঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড পুটিবনিয়া এলাকার মৃত মোহাম্মদ হোছনের ছেলে ওসমান গণি, মৃত আবুল শামার ছেলে ওসমান, মৃত আইয়ুবুল ইসলামের ছেলে মোধ আবুল হাশিম।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরকান আর্মির সদস্যরা নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় ১০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানবীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘গত রাত ১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনার বিষয়ে জানার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে এটি সমাধানের প্রচেষ্টা চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button