কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে জড়িত পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী আলী টুলু।
দণ্ডপ্রাপ্তরা হলো, জামালপুর এলাকার রুহুল আমিনের ছেলে সোহাগ, হেফাজ উদ্দিনের ছেলে সুরুজ মিয়া, কাপাইশ এলাকার সুশীল চন্দ্র দাসের ছেলে উত্তম চন্দ্র দাস, নীল কমল দাসের ছেলে নিবেদন চন্দ্র দাস এবং পৌর এলাকার মনসুরপুর গ্রামের আলীর ছেলে সুজন।
জানা গেছে, খননযন্ত্র দিয়ে ফসলি জমি থেকে গভীরভাবে খনন করে মাটি কাটার কোনো বৈধতা নেই। তবু মোক্তারপুর ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে (খননযন্ত্র) মাটি কেটে বিক্রি করছিল অসাধু কিছু মাটি ব্যবসায়ী। এমন সংবাদ পেয়ে শনিবার বেলা ১১ থেকে দুপুর পর্যন্ত জামালপুর, কাপাইশ এবং বড়হরা এলাকায় অভিযান পরিচালনা করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী আলী টুলু। সে সময় মাটি কাটা অবস্থায় ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করলে তারা মাটি কাটা ও বিক্রির দায়ে শিকার করেন। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১)’ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী আলী টুলু।
স্থানীয়রা বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দিয়ে যাচ্ছেন। তবু স্থানীয় অসাধু কতিপয় রাজনৈতিক নেতার ছত্রছায়ায় মাটি লুট চলছে। উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী আলী টুলু সত্যতা নিশ্চিত বলেন, শনিবার অভিযান পরিচালনা করে মাটি কাটায় জড়িত পাঁচজনকে মোবাইল কোর্ট ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে সন্ধ্যায় ইউএনও অফিস থেকে থানায় পাঠানো হয়েছে। রোববার তাদের কারাগারে পাঠানোর হবে।
আরো জানতে…….
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ
কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা