এমপি আনার হত্যা: কসাই জিহাদের ১২ দিনের রিমান্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জিহাদ ওরফে কসাই জিহাদের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পশ্চিমবঙ্গের এক আদালত।

শুক্রবার (২৪ মে) বারাসত আদালত থেকে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

পশ্চিমঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জিহাদের ১৪ রিমান্ড চেয়েছিল পুলিশ। সিআইডির সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর জিহাদকে ভাঙড়ের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আনারকে খুনের পর সেখানেই দেহাংশ ফেলা হয়েছে বলে জেরায় উঠে এসেছে। কিন্তু রাতের অন্ধকারে সেখান থেকে কোনো দেহাংশ মেলেনি

সিআইডির জিজ্ঞাসাবাদে জিহাদ বলেছেন, প্রথমে আনারকে শ্বাসরোধে খুন করা হয়। তারপর দেহ কাটা হয় টুকরো টুকরো করে। হাড় এবং মাংস আলাদা করা হয়। চামড়া ছাড়িয়ে তাতে হলুদ মাখান অভিযুক্তরা, যাতে বাইরে কেউ জিজ্ঞেস করলে বলা যায়, রান্না করার জন্য মাংস নিয়ে যাওয়া হচ্ছে। সেই দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়।

Related Articles

Back to top button