আড়াই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সকাল থেকে বন্ধ থাকার পর আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়। এর আগে বিদ্যুত সরবরাহজনিত কারণে সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
মেট্রোরেল চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। পাওয়ার (বিদ্যুতের সরবরাহ) জনিত কারণে চলাচল বন্ধ আছে বলে জেনেছি।’
নাজমুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, সকালে উত্তরা থেকে একটি ট্রেন ছেড়েছিল। কিন্তু সেটি মিরপুর ১০ এ এসে বন্ধ হয়ে যায়। এরপর কোনো স্টেশন থেকেই আর কোনো ট্রেন চলেনি।
এদিকে উত্তরা–উত্তর স্টেশন থেকে সকাল ১০টা ৮ মিনিটে মেট্রোরেল ছেড়েছে বলে জানিয়েছেন সেখানে থাকা যাত্রী শাহজাহান সিরাজী।