কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর দুর্বত্তরা তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় ঢাকা বাইপাস সড়কে নিহতের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের নাম মোঃ বাবলু (৪৭)। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে টঙ্গীর এরশাদ নগরের বাসা থেকে বের হন বাবলু। রাতে বাবলু তার স্ত্রীকে ফোনে জানায় কয়েকজন যাত্রীর সঙ্গে ভোরে কাঞ্চন এলাকা থেকে লিচু আনতে যাচ্ছেন। রাতে বাসায় ফেরা হবে না। এরপর বৃহস্পতিবার সকালে আর বাসায় ফেরেনি বাবলু। এরমধ্যেই বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কেটুন এলাকায় ঢাকা বাইপাস সড়কে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মধুসূদন পান্ডে সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ফেলে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো জানতে……
কালীগঞ্জে ইজিবাইক চালককে গলাকেটে হত্যায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-১
কালীগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের রহস্য উম্মোচন: গ্রেপ্তার তিন