কালীগঞ্জে চলনবিল পরিবহনের বাস চাপায় দুইজন নিহত

গাজীপুর কন্ঠ ডেস্ক : কালীগঞ্জে চলনবিল পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশা চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত এক নারী যাত্রীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে টঙ্গীগামী চলনবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক (২৫) ও এক যাত্রী (৩২) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও অটোরিকশায় থাকা রুমানা আফরোজ (২৪) নামে এক যাত্রী গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা ওই যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়। খবর পেয়ে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে নিহত অবস্থায় অটোরিকশা চালককে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এছাড়াও আরো এক নারীর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহতের পরিবার জানা সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।