‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি’ দিতে ইউরোপের সব দেশের প্রতি স্পেনের বার্তা

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী ইউরোপের সব দেশকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন।

পার্স টুডের রিপোর্টে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বৃহস্পতিবার মাদ্রিদে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ইউরোপের সব দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধের জন্য স্পেন সবরকম প্রচেষ্টা চালাবে।

এই সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইউরোপের প্রতি স্পেনের আহ্বানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

গত মে মাসের শেষের দিকে নরওয়ে ও আয়ারল্যান্ডের সাথে একাত্বতা ঘোষণা করে স্পেন স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যা কিনা ইসরাইলকে ব্যাপক ক্ষুব্ধ করেছে।

এদিকে, সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৮৫ হাজারেও এরও বেশি আহত হয়েছে।

Related Articles

Back to top button