পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন সিআইডির ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে পুলিশ একাডেমি সারদায়, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আসাদ উল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখা এসবিতে, অতিরিক্ত ডিআইজি আলমগীর কবীরকে পুলিশ একাডেমি সারদায়, শিল্প-পুলিশের অতিরিক্ত ডিআইজি এ এ মাসুদকে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনায়, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, সিআইডির পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেনকে রংপুর রেঞ্জে, ডিএমপির ডিসি নাবিদ কামাল শৈবালকে পুলিশের রাজশাহী রেঞ্জে, ডিএমপির ডিসি জিয়াউল আহসান তালুকদারকে ট্যুরিস্ট পুলিশে, সিআইডির এসপি খন্দকার শামীমা ইয়াসমিনকে পুলিশ সদর দপ্তরসহ মোট ৩০ জনকে বদলি করা হয়েছে।

 

প্রজ্ঞাপন

Related Articles

Back to top button