সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে আ. লীগের বাধা নেই: সিইসি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে সিইসি বলেন, ‘গত তিনটি নির্বাচনে যা হয়েছে তা সবাই দেখেছেন। এবার নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। দেশের ভেতরে বা বাইরে থেকে কোনো চাপ নেই। তাই, কমিশন সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

অপর এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা ভোটারদের অবিশ্বাস দূর করব। এ জন্য আমরা দ্বারে দ্বারে যাব। যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন আমরা তাদের অন্তর্ভুক্ত করব।’

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কেউ অবৈধভাবে ভোটার হওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের নির্বাচনের মতো হবে না। এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এর জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।’

Related Articles

Back to top button