নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম (৪৩) মারা গেছেন।

 বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্গাপুর পৌর এলাকায় উকিলপাড়ায় এ ঘটনা ঘটেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, শফিকুলের বাড়ি দুর্গাপুর পৌর এলাকার বাগিচাপাড়ায়। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম। তিনি জামালপুর পুলিশ লাইনসের দায়িত্বে ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার শফিকুল বাজারে যাচ্ছিলেন। সেই সময় পৌর এলাকায় উকিলপাড়ায় একদল দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাচ্চু মিয়া আরও বলেন, ‘শফিকুল তিন সন্তানের জনক। বৃহস্পতিবার তিনি ছুটিতে জামালপুর থেকে বাড়িতে এসেছিলেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।’

‘আমরা ঘটনার একটি ভিডিও পেয়েছি এবং পুলিশ অভিযান শুরু করেছে, শিগগির দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে,’ বলেন তিনি।

বাচ্চু মিয়া জানান, রাত পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

Related Articles

Back to top button