১৭ বছর পর কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছরের কারাবাসের পর সব মামলায় খালাস পেয়ে কারামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৪৮ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর বাবরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এই মামলায় তাকে খালাস দেয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা সব মামলার আপিল শুনানি শেষে খালাসের রায় ঘোষণা করে।

বাবরের মুক্তির খবরে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী এবং তার নিজ এলাকা নেত্রকোণা থেকে আসা লোকজন কারাগারের সামনে ভিড় করেন। তার মুক্তি বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বাবরের মুক্তি তার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার এ মুক্তি বিএনপি এবং জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা, তা সময়ই বলবে।

Related Articles

Back to top button