গাজীপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: সাংবাদিকসহ নিহত ২

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে উল্টোপথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে হোতাপাড়া এলাকায় বিমান বাহিনীর ঘাঁটির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানের চালককে আটক করেছে।

নিহতরা হলেন- দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মিজানুল কবির মাসুদ (৪০)। তিনি শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। অপরজন একই উপজেলার আইউব আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সম্রাট (৩৫)। সম্রাট ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে।

আটক কাভার্ডভ্যান চালকের নাম সবুজ (২৫)। তার বাড়ি ভোলা জেলায়।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ্ আহমদ ও স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে সাংবাদিকসহ ওই দুইজন সদর উপজেলার হোতাপাড়া হতে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে বিপরীতদিক থেকে উল্টোপথে আসা একটি কাভার্ডভ্যান বিমানবাহিনীর ঘাটির সামনে ইউটার্ন নেয়ার সময় ওই মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে তারা সড়কে পড়ে যান। এসময় ওই কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

তিনি আরো জানান, চালককে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button