পলিথিন কারখানায় অভিযান শেষে হামলা, আহত পরিবেশ অধিদপ্তরের পরিচালক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীতে অভিযান পরিচালনা শেষে যাওয়ার পথে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলীর ওপর চকবাজারের স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে চকবাজারের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার চকবাজারের ইসলামবাগ এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।এ সময় মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযান শেষে ফেরার যাওয়ার সময় অর্তকিত হামলা চালিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলীকে আহত করে। এ সময় জব্দ করা মালমাল ভর্তি ট্রাক ভাঙ্গচুর করে মালামাল লুট করে স্থানীয় পলিথিন ব্যবসায়ীরা। পরে আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে পুলিশ নিয়ে এই অভিযান পরিচালনা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

রুবিনা ফেরদৌসী সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অভিযান চালিয়ে মালামাল জ্বদ করে কারখানাটি সিলগালা করে দিয়েছি। পরে সেখান থেকে পায়ে হেটে মেইন রোডে যাওয়া সময় স্থানীয়রা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। সেসময় আমাদের এক কর্মকর্তা আহত হয়। হামলাকারীরা ট্রাকে ভাঙচুর চালিয়ে জব্দ করা মালামাল ও মেশিন লুটপাট করে নিয়ে গেছে। আহত শওকত আলী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Related Articles

Back to top button