টঙ্গীতে রহস্যজনকভাবে এক তরুণের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর মাছিমপুর এলাকায় ‘নিউ মা ইঞ্জিনিয়ারিং’ নামে একটি ওয়ার্কশপের ভেতর রহস্যজনকভাবে সাঈফ আলী (১৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জুন) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাঈফ আলী দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাঝাভাঙ্গা গ্রামের আব্দুল কায়য়ুমের ছেলে। সে রাজধানীর আবদুল্লাহপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করত।
স্থানীয়রা জানান, নিহত ওই সাঈফের বাবা আব্দুল কাইয়ুম টঙ্গীর মাছিমপুর এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে ওয়ার্কশপের ব্যবসা করে আসছিলেন। দোকানের মালিক হারুন মিয়া চলতি মাসের ভাড়ার জন্য কাইয়ুমকে চাপ দিলে তিনি ছেলেকে (সাঈফ) ওয়ার্কশপে রেখে বাইরে যান।
কিছুক্ষণ পর দোকানের মালিক হারুন গিয়ে সাইদকে ভেতরে রেখেই বাইরে থেকে ওয়ার্কশপের শাটার লাগিয়ে তালা দিয়ে দেয়। পরে কাইয়ুম ফিরে এসে ওয়ার্কশপ খুলে ভেতরে গিয়ে তার ছেলে সাঈফকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে সাঈফকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী র্পূব থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, নিহত ওই তরুণের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ওয়ার্কশপের অন্য আরেক কর্মচারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দোকান মালিককে গ্রেপ্তারের পর মূল রহস্য উদঘাটন করা যাবে।
নিহতের পিতার অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।