কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নাগরী ইউনিয়নের পাড়াবর্থা এলাকায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পাড়াবর্থা এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। সে সময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩’-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মাটি কাটায় জড়িত আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো জানতে…….
কালীগঞ্জে কৃষি জমি ভরাট: ৩ জনের কারাদণ্ড, ৩ জনকে জরিমানা
বেলাই বিলে বালু ভরাট: ‘বাংলা মার্ক’ কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমি ভরাটের দায়ে এবার তিনজনকে ছয় মাসের কারাদণ্ড
কালীগঞ্জে ২২টি হাউজিং কোম্পানির কার্যক্রমে হাইকোর্টের স্থিতাবস্থা জারি
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় এবার পাঁচজনের ১৫ দিনের কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে ইউএনও’র অভিযান, ব্যাটারি জব্দ
কালীগঞ্জে সড়কের আতঙ্ক অবৈধ ট্রলি বন্ধে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা
কালীগঞ্জে কৃষি জমির মাটা কাটায় এবার তিনজনকে কারাদণ্ড
কালীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
কালীগঞ্জে অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা