ভারতে কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহাকুম্ভমেলায় পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। লাখো লাখো সনাতনী ধর্মপ্রাণ মানুষ পবিত্র স্নানের জন্য সেখানে জমায়েত হয়েছিল।

বুধবার (২৯ জানুয়ারি) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্থান টাইমস, এনডিটিভি ও রয়টার্স।

ড্রোনের মাধ্যমে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, লক্ষাধিক ভক্ত ভোরের অন্ধকারে একসঙ্গে নদীতে স্নান করতে যাচ্ছেন, আর এই দিনটিকে মহা কুম্ভ মেলার সবচেয়ে পবিত্র দিন হিসেবে ধরা হয়।

পদপিষ্ট হওয়ার পর বিভিন্ন ভিডিও ও ছবিতে মৃতদেহগুলো স্ট্রেচারে নিয়ে যাওয়ার দৃশ্য এবং অসংখ্য মানুষকে অশ্রুশিক্ত চোখে বসে থাকতে দেখা গেছে। কিছু লোক পদপিষ্ট হওয়ার ফলে তাদের সঙ্গে থাকা জিনিসপত্র ফেলে যেতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম পদপিষ্টের ঘটনা ঘটে স্থানীয় সময় রাত ১টার দিকে, তবে তার কারণ এখনও পরিষ্কার নয়। কিন্তু পরে ওই পদপিষ্ট থেকে বাঁচতে গিয়ে ভক্তরা দ্বিতীয় পদপিষ্টের মধ্যে পড়ে যান।

মুম্বাই থেকে আসা এক ধর্মপ্রাণ ভক্ত রবি জানান, ‘ভীড়ের মধ্যে অনেক লোক নিচে পড়ে যায় এবং তাদের উপর দিয়েই মানুষজন চলাচল শুরু করে। ভীড়ের মধ্যে বহু নারী ও শিশুরা হারিয়ে যাচ্ছিল, তারা সাহায্যের জন্য চিৎকার করছিল।’

এ ঘটনায় সহায়তার জন্য দ্রুত পদক্ষেপ নিতে প্রাদেশিক সরকার ও কেন্দ্রীয় সরকার তৎপর হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

বিশ্বের বৃহত্তম মানবসমাগম এই সনাতনী উৎসবটির শুরু থেকে এখন পর্যন্ত ১৪ কোটি ৮০ লাখ মানুষের উপস্থিতি হয়েছে। বিশেষ দিনে আকাশগঙ্গা, যমুনা ও সরস্বতীর নদীর মিলনস্থলে সনাতন ধর্মের অনুসারীরা পবিত্র স্নান করে, যা তাদের পাপমুক্তি এবং মুক্তির প্রতীক হিসেবে ধরা হয়। প্রাণহানীর ঘটনায় ‘রাজকীয় স্নান’ বাতিল করা হয়।

Related Articles

Back to top button