২ ভারতীয়কে গ্রেপ্তার করল বিজিবি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শুল্ক ফাঁকি দিয়ে পণ্য নিয়ে আসার সময় ২ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশে তুলে দেওয়া হয়।

গ্রেপ্তার দুই ভারতীয় নাগরিক হলো ত্রিপুরার রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)। এ সময় তাদের থেকে থ্রিপিস, ক্রিম, মদসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার পণ্য জব্দ করে বিজিবি। এ ছাড়া তাদের কাছ থেকে পাসপোর্টও জব্দ করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই দুই ভারতীয় নাগরিক গতকাল মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে ৫২টি থ্রিপিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এর বিপরীতে কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। শুল্ক ফাঁকি দিয়ে তারা এসব পণ্য আনেন বলে বিজিবির কাছে স্বীকার করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে ২ ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি।

Related Articles

Back to top button