কঠোর নিরাপত্তার চাদরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান, পুলিশের সর্বোচ্চ প্রস্তুতি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি শুক্রবারের (৩১ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ ও মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশ প্রশাসন পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো ইজতেমা প্রাঙ্গণ পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে এবং নিরাপত্তার জন্য বসানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ১৬টি ওয়াচ টাওয়ার, ১৫টি সাব কন্ট্রোল রুম, ৩৩৫টি সিসিটিভি ক্যামেরা, ৩৫টি রুফটপ ডিউটি টিম, ৫৩টি স্থির পিকেট পার্টি, ২০টি মোবাইল টহল ইউনিট, ২০টি চেকপোস্ট, ড্রোন সার্ভেইল্যান্স, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট, ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম, নৌ ও হেলিকপ্টার টহল সার্বক্ষণিক মোতায়ন রয়েছে।

এছাড়াও ইজতেমার সার্বিক নিরাপত্তায় এক হাজার ট্রাফিক পুলিশ, এক হাজার সাদা পোশাকের পুলিশ, ছয় হাজার ইউনিফর্ম পরিহিত পুলিশ (শুধুমাত্র জিএমপি) মোতায়েন করা হয়েছে। অপরদিকে সরকারি অন্যান্য সংস্থা ও বাহিনীগুলো তাদের স্ব-স্ব কমান্ডের অধীনে নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছে।

বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়ে উপ-কমিশনার আরো জানান, “আপনারা শান্তিপূর্ণভাবে ইজতেমায় অংশ নিন ও দ্বীনি দাওয়াতের কাজে মনোনিবেশ করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে জুমার ফজিলত দান করুন। আমিন!”

Related Articles

Back to top button