ওমরাহ করতে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে ভর্তি বাবর

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ওমরাহ করতে যাওয়ার পথে উড়োজাহাজে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বিএনপি নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বাবরের একান্ত সহকারী মির্জা হায়দার আলী সংবাদ মাধ্যমকে বলেন, “স্যার যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ারলাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে দুবাইয়ে অবতরণের পর দ্রুত তাকে বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়।

“সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিৎকিসা চলছে।”

হায়দার আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে বাবর বড় ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে মদিনা রওনা দেন।

তার কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে বাবরের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন লুৎফুজ্জামান বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিবারের সদস্যরা লুৎফুজ্জামান বাবরের আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান হায়দার।

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর। কয়েকদিন সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি কারামুক্ত হন বাবর।

Related Articles

Back to top button