কালীগঞ্জে তিন গাঁজাসেবীর কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে তিন গাঁজাসেবীকে গ্রেপ্তারের পর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পৃথকভাবে এই দণ্ডাদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলো, দড়িসোম এলাকার নজরুল মিয়ার ছেলে শাহেদ (২০), আবুল মিয়ার ছেলে আমজাদ (২৭), এবং কুদ্দুসের ছেলে দুলাল (৩৩)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে উপপরিদর্শক জুয়েল মিয়া দড়িসোম এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজাসহ তিন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’ এর ৩৬(৫) ধারায় পৃথকভাবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। এছাড়া জব্দ করা গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Related Articles

Back to top button