রাজনীতি

জনতার দলের আহ্বায়ক মো. শামীম কামাল, সদস্য সচিব আজম খান

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানে সম্প্রতি আত্মপ্রকাশ করা ‘জনতার দলে’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালকে আহ্বায়ক (চেয়ারপারসন) এবং আজম খানকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ জনতার দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আহবায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালকে আহ্বায়ক (চেয়ারপারসন), আজম খানকে সদস্য সচিব এবং মেজর (অব.) ডেল এইচ খানকে মুখপাত্র ও যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে দলটি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে শামীম কামাল তার বক্তব্যে বলেন, ‘আমরা বাম বা ডান দিকে তাকাব না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের লক্ষ্য নয়। আমরা ইতিহাসের অমীমাংসিত বিষয়গুলোতে যুক্ত হব না, আমরা সামনের দিকে তাকাতে চাই।

শামীম কামাল বলেন, ‘আমরা আমাদের প্রার্থীদের মধ্যে সততাকে অগ্রাধিকার দেবো। এর অর্থ, যদি ১০টি আসনে প্রার্থী দিতে পারি, তবে তাই করব। প্রার্থী নির্বাচিত হওয়ার পর যদি আমরা তার দুর্নীতির প্রমাণ পাই, তখন দল থেকে বহিষ্কার করব।’

সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও নেটওয়ার্কের মাধ্যমে দলটির কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। ৭৪টি এনজিওর কর্মীর একটি নেটওয়ার্ক আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে দলটিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।

দলটির লক্ষ্য আগামী ১০ বছরের মধ্যে রাষ্ট্রক্ষমতায় যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button