গাজীপুর

গাজীপুরে বঙ্গবন্ধুর জন্য মোনাজাতের চিঠি ইস্যু, সিটির সচিব ওএসডি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় গাজীপুরে বিশেষ মোনাজাতের জন্য অনুরোধ জানিয়ে চিঠি ইস্যু করেছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে।

ব্যাপক সমালোচনার মুখে সেই চিঠি সংশোধন করা হলেও শেষ পর্যন্ত তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

কি ছিল চিঠিতে?

গত ২০ মার্চ নমিতা দে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার মসজিদগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।”

চিঠিটি প্রকাশের পর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিতর্ক বাড়তে থাকলে পরবর্তীতে চিঠিটি সংশোধন করা হয়।

চিঠির জেরে প্রশাসনিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

চিঠির ভাষা নিয়ে বিতর্ক ওঠার পর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা (চ: দা:) হামিদা খাতুনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন সচিব নমিতা দে। তিনি জানতে চান, কেন চিঠিতে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

শেষ পর্যন্ত ওএসডি নমিতা দে

বিতর্ক থামাতে চিঠি সংশোধন করা হলেও শেষ পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা নেয় সরকার।

মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নমিতা দে-কে ওএসডি করার আদেশ জারি করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে নানা আলোচনা-সমালোচনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button