অনুপ্রবেশের অপরাধে রাঙ্গামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অনুপ্রবেশের অপরাধে রাঙ্গামাটির ছোটহরিণা বাজার এলাকা থেকে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে ১২ বিজিবি ছোটহরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন—জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।
এদিন দুপুর ১২টার দিকে ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।
বিজিবি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তারা দুজন সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বরকল থানায় হস্তান্তর করা হয়েছে, জানিয়েছে বিজিবি।