কালীগঞ্জে সরকারি চাল বিতরণ না করে বাড়িতে মজুত, ডিলারকে শোকজ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল গুদাম থেকে উত্তোলনের পর বিতরণ না করে নিজ বাড়িতে মজুতের অভিযোগে এক ডিলারকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ডিলারকে পাঠানো শোকজ নোটিশে তিন দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
শোকজ পাওয়া ডিলার জাহাঙ্গীর হোসেন খান বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার বাসিন্দা। তিনি বক্তারপুর ইউনিয়নের নয়াবাজারের ডিলার।
কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দীন ঢালী স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার বিক্রয় কেন্দ্রের আওতাধীন ৪১৩ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণের চলতি মাসে ১২ দশমিক ৩৯০ টন সিদ্ধ চাল ডিলার জাহাঙ্গীর হোসেন খানের নামে ইস্যু করা হয়। কিন্তু অভিযোগ উঠে, তিনি সরকারি গুদাম থেকে চাল উত্তোলন করে নয়াবাজার বিক্রয় কেন্দ্রে না নিয়ে নিজের বাড়িতে মজুত করেন। অভিযোগ পেয়ে সরজমিনে খাদ্য পরিদর্শক নয়াবাজারে গিয়ে কোন বিক্রয় কেন্দ্র (দোকান) খুঁজে পায়নি। সে সময় স্থানীয়রা খাদ্য পরিদর্শককে জানায়, ডিলারের জাহাঙ্গীর হোসেন খান সরকারি চাল তার বাড়িতে মজুত করে রেখেছে। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে বারবার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হলেও, ডিলার মোবাইল রিসিভ করেননি এবং তার প্রতিনিধি কোনো ধরনের উত্তর দেননি। এছাড়া, ডিলারের ঠিকানায় গিয়েও কোনো বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
নোটিশে আরও বলা হয়েছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় যে চাল বিতরণ করা হয়, তা গরিব ও হতদরিদ্র জনগণের জন্য নির্ধারিত। এ চাল গুদাম থেকে উত্তোলন করে নির্দিষ্ট বিক্রয় কেন্দ্রর মাধ্যমে বিতরণ করা জরুরি, কিন্তু ডিলার এর বিপরীত কাজ করেছেন। চাল নিজ বাড়িতে মজুত করে রেখে তিনি খাদ্যবান্ধব নীতিমালার লঙ্ঘন করেছেন, যা সরকারি উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে ডিলারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে, এতে ডিলারশিপ বাতিলসহ তাকে শাস্তির আওতায় নেওয়া হতে পারে বলে নোটিশে বলা হয়েছে।
সুবিধাভোগীদের অভিযোগ, সরকারি সহায়তার চাল গরিবদের জন্য বরাদ্দ, অথচ তা মজুত করে রাখায় তীব্র সংকটে পড়েছেন তারা। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।