গাজীপুর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে অটোরিকশা উঠতে দেওয়া হবে না: জিএমপি কমিশনার

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মেট্রোপলিটন এলাকায় কোনো অবস্থাতেই মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। মহাসড়কে উঠলে তা ডাম্পিংসহ আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে। মহাসড়কের সংযোগ ফিডার রোডগুলোতে অটোরিকশাগুলো অবস্থান নেবে এবং মহাসড়ক থেকে একশ’ মিটার দূরে যাত্রী উঠানামা করবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ড. নাজমুল করিম খান বলেন, যাত্রা নির্বিঘ্ন করতে মেট্রোপলিটন এলাকায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশন এবং যাত্রীবাহী পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক যানজট নিরসনে কাজ করবে। ইতোমধ্যে হকার উচ্ছেদ করা হয়েছে এবং গাড়ি পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে গার্মেন্টস পণ্য ও কাঁচামালসহ শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া সব ট্রাক ও ভারী যানবাহন চলতে দেওয়া হবে না। তিনি চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন।

যাত্রীবাহী যানবাহনের চালকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, “যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। গাড়ি রাস্তায় ওঠানোর আগে পরীক্ষা করুন।”

ঈদে বাসভাড়া এবং ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না বেশি ভাড়া নেওয়ার সুযোগ আছে। তারপরও কিছু অসাধু ব্যক্তি থাকতে পারে। আমাদের মোবাইল টিম থাকবে, যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয়, তবে তাকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “ছিনতাইকারীদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে। সম্প্রতি ছিনতাইকারী ধরতে গিয়ে আমাদের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তবুও ছিনতাইকারীকে ছাড়া হয়নি—ধরে নিয়ে আসা হয়েছে। গোপনে অ্যাম্বুশ করে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে। যারা দেশকে অস্থিতিশীল করতে ছিনতাইকারীদের লেলিয়ে দেয়, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ছিনতাই শূন্যে নামিয়ে আনতে চাই।”

প্রেস ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button