টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাতে আহত ১ শিক্ষার্থী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মেহেদী হাসান পরশ (১৭) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (২৮ জুন) রাত রাত পোনে ১০ টায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আহতের ছোট ভাই রাজন জানায়, তাদের বাড়ী নরসিংদী জেলার শিপপুরে। তারা ভৈরব থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের ছাদে করে যাচ্ছিলেন। ট্রেন যখন টঙ্গীর কাছাকাছি, সে সময় ৪-৫ জন তার ভাইয়ের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিতে চায়। সে দিতে অস্বীকার করায় তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা নিয়ে টঙ্গী স্টেশনে নেমে যায়। পরে পরশকে উদ্ধার করে বিমানবন্দরে নেমে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেকের চিকিৎসকরা জানিয়েছেন, তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। তার এখন রক্তের প্রয়োজন।