রঙে রঙিন বৈশাখ: গাজীপুর প্রেস ক্লাবের বর্ষবরণ

বিশেষ প্রতিনিধি : রঙ-বর্ণ আর আনন্দ-উৎসবে মুখর ছিল গাজীপুর প্রেস ক্লাব। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে এবারও ছিল এক ভিন্ন আবহ—আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশের ঐতিহ্য আর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে গাজীপুরে প্রেস ক্লাবের সামনে জমায়েত হন প্রেস ক্লাবের সংবাদকর্মীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় ক্লাব প্রাঙ্গণ থেকে—বাজনার তালে তালে এগিয়ে চলে শহরের প্রধান সড়ক ঘুরে আবার ফিরে আসে ক্লাবে। রঙিন পোশাক আর হাসিমুখে অংশগ্রহণকারীরা জানান দিচ্ছিলেন—এটা শুধু উৎসব নয়, মিলনের উপলক্ষ।
শোভাযাত্রা শেষে ছিল বৈশাখি পান্তা-ইলিশ, সঙ্গে শুঁটকি ভর্তা, বেগুন ভাজা, আলু ভর্তা—এককথায় পান্তা পাতে ছিল উৎসবের স্বাদ। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ে তখন ক্লাব ছিল যেন এক আপন আলয়।
দুপুরে ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। বক্তৃতায় উঠে আসে মুক্ত সাংবাদিকতা, একতার শক্তি এবং সংস্কৃতির গুরুত্ব।
বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি মকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমীন সজিব, যুগ্ম সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বাবুল, কোষাধক্ষ্য মিলটন খন্দকার প্রমুখ।
দিনের শেষ অংশে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান—গানে, কবিতায় আর আবৃত্তিতে মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। যেন বর্ষবরণের ছন্দ ছিল পুরো আয়োজন জুড়ে।