গাজীপুর

নববর্ষে ব্যতিক্রমী উপহার: কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলা নববর্ষে যখন দেশজুড়ে উৎসবের আমেজ, তখন কালীগঞ্জে এক ব্যতিক্রমী আয়োজন—ফ্রি মেডিকেল ক্যাম্প। আনন্দ নয়, এবার নতুন বছর শুরু হয়েছে মানবিকতার ছোঁয়ায়। চিকিৎসাসেবা পৌঁছে গেছে মানুষের দোরগোড়ায়, সরাসরি মাঠে।

সোমবার (১৪ এপ্রিল) কালীগঞ্জের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সেবামূলক কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর, পূবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের সভাপতি মো. খায়রুল হাসান।

জামায়াতে ইসলামীর নেতা মো. খায়রুল হাসান বলেন, “স্বাস্থ্যসেবা নাগরিকের অধিকার। এই ক্যাম্পের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি, চাইলে আমরা গ্রামে-গঞ্জেও চিকিৎসা পৌঁছে দিতে পারি। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে কালীগঞ্জের প্রতিটি ইউনিয়নেই এ কার্যক্রম চালু করব।”

ন্যাশনাল ডক্টরস ফোরাম ও গ্রীণ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব-এর সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে ছিল শিশুরোগ, গাইনী, চর্ম, যৌন, মেডিসিন, নিউরো, সার্জারি, চক্ষু, গ্যাস্ট্রোলিভার এবং ডায়াবেটিস—মোট ১১টি বিশেষজ্ঞ বিভাগ। সাথে ফ্রি ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস পরীক্ষাও ছিল।

দিনব্যাপী এই আয়োজনে প্রায় সাত শতাধিক নারী-পুরুষ ও শিশুরা সেবা গ্রহণ করেন।

আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম গাজীপুর মহানগরীর সভাপতি ডাঃ আমজাদ হোসেন, সেক্রেটারি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান,সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মোঃ আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মুজিবুর রহমান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন, বক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।

খায়রুল হাসান আরও বলেন, “আমরা কালীগঞ্জ-পূবাইলকে শুধু একটি জনপদ নয়, একটি মানবিক, নিরাপদ ও সাম্যভিত্তিক সমাজ হিসেবে গড়তে চাই। এর জন্য চাই সবার সহযোগিতা।”

নববর্ষে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে—উৎসব শুধু আনন্দের নয়, হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর উপলক্ষও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button