কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ আব্দুল হাই (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হাইয়ের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার সীমান্তবিল এলাকায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. তারিকুল ইসলাম জানান, আব্দুল হাই হার্টের রোগ এবং শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং কারা হাসপাতালে ভর্তি ছিলেন। তার অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ১২টার দিকে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার বিমানবন্দর থানায় মাদক মামলার আসামি ছিলেন।