পূবাইল প্রেসক্লাবের কমিটি গঠন
পূবাইল সংবাদদাতা : গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ‘পূবাইল প্রেসক্লাব’।
শুক্রবার বিকেলে পূবাইল কলেজ গেইট এলাকায় এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী এক বছরের জন্য (২০১৮-২০১৯) ১১ সদস্যবিশিষ্ট ‘পূবাইল প্রেসক্লাব’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
যুগান্তর পত্রিকার পূবাইল প্রতিনিধি আখতার হোসেনকে সভাপতি এবং যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শরিফ মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্য নেতারা হলেন সহ-সভাপতি আব্দুর রহমান (দৈনিক জবাবদিহি), যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম (চ্যানেল সিক্স অনলাইন), সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান খাঁন(দৈনিক রূপবানী), কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক আল-আমিন সরকার (গাজীপুর কণ্ঠ অনলাইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন মিয়া(দৈনিক প্রাইম), সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান ( দৈনিক নতুনভোর)।
কার্যকরী সদস্য মিন্টু চন্দ্র শাহা(দৈনিক কলম সৈনিক), রবিউল আলম (দৈনিক সন্ধাবানী),পঙ্কজ দাস উদয়(বার্তাবাহক অনলাইন)।