মাওনা চৌরাস্তায় পিকআপচাপায় বৃদ্ধ নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পিকআপচাপায় সাবজুল মিয়া (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবজুল মিয়া ময়মনসিংহ সদরের বাঘমারারে হাসন আলী শেখের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাবজুল মিয়া মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়কদ্বীপে (আইল্যান্ডে) রোদে বসেছিলেন। সকাল ৯টার দিকে সড়কদ্বীপ থেকে তিনি মহাসড়কের পড়ে যান। ওই রুটে চলাচলকারী ঢাকাগামী একটি পিকআপের নীচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।