পূবাইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা বাইপাস সড়কের গাজীপুর মহানগরের পূবাইলের মিরেরবাজার কুদাব এলাকায় সিঙ্গাপুরগামী শ্রমিকদের সেন্টারলি ট্রেনিং সেন্টারে ডাকাতির সময় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করে জিএমপি’র পূবাইল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২টায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আরও ৩ ডাকাত পালিয়ে যায় বলে জানা গেছে।
আটককৃতরা হল- পটুয়াখালীর সাইফুল ও রনি মিয়া, জামালপুরের সাইফুল ওরফে সাদা সাইফুল ও তাজেল, কুমিল্লার আরমান ও নরসিংদীর খোকন মিয়া। এ সময় ডাকাতদের কাছ থেকে সাত হাজার টাকা, একটি ল্যাপটব, একটি মোবাইল, দরজা-জানালা কাটার ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।