কাপাসিয়ায় আখক্ষেত থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার উজলী দীঘিরপাড় এলাকার একটি আখক্ষেত থেকে মিনারা আক্তার (৩৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মিনারা আক্তার (৩৫) উজলী দিঘীরপাড় গ্রামের মৃত মাইন উদ্দিনের মেয়ে।
নিহতের মা মল্লিকা জানান, মিনারা ২০/২২ দিন আগে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। দীর্ঘ দিন যাবত সে নিখোঁজ ছিল।
এলাকাবাসী জানান, ২০/২২ দিন আগে তার পরিবারের সাথে কথা কাটাকাটি হয় মিনারার। পরে সে শ্রীপুরের মাওনায় কাজের সন্ধানে বাড়ি থেকে চলে যায়। এর পর তাকে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি। আখক্ষেতে প্রথমে ছোট বাচ্চারা লাশটি দেখতে পায় পরে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে পুলিশ।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদী বলেন, সোমবার দুপুরে টোক ইউনিয়নের উজলী দীঘিরপাড় এলাকার একটি আখক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় মিনারার লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পড়নের জামা দেখে তার ‘মা’ মল্লিকা তার লাশটি সনাক্ত করেন। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে আত্মহত্যা করেছে। লাশের পাশে কীটনাশক জাতিয় একটি বোতল পাওয়া গেছে।