ব্যাংকে আজ থেকে লেনদেন ১২টা পর্যন্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাধারণ ছুটির মধ্যে রবিবার থেকে ব্যাংক খোলা থাকবে। ২ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া, উত্তোলন ও পেঅর্ডার করা যাবে।

এদিকে ব্যাংক খোলা থাকা নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের দাবি- সাধারণ ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত কর্মকর্তাদের জন্য অমানবিক। করোনা সংক্রমণ এড়াতে অনেক ব্যাংকিং প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা।

লেনদেন সময় কমিয়ে আনাই ব্যাংকে জনসমাগম অনেক বাড়বে। এতে করোনার ঝুঁকি বেশি বলে মনে করছেন তারা। নির্দেশনা অনুযায়ী, বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে ছুটিকালীন সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা (নগদ উত্তোলন ও জমা) চালু রাখার নির্দেশনা রয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানসহ সব ধরনের লেনদেন সম্পন্ন করার সুবিধার্থে বিইএফটিএন আগামী ১ ও ২ এপ্রিল চালু থাকবে। এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম, অটোমেটিক ক্লিয়ারিং হাউস ইত্যাদি ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ঘোষিত সাধারণ ছুটির মধ্যে সব ধরনের পদ্ধতি বন্ধ থাকবে।

বিইএফটিএনের মাধ্যমে যেসব কাজ করা যায়, সেগুলো হলো নিজের ব্যাংক হিসাব থেকে অন্য যে কোনো ব্যাংক গ্রাহকের হিসাবে টাকা পাঠানো, যে কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর মাসিক বেতনভাতা পরিশোধ, ডিভিডেন্ট-ইন্টারেস্ট প্রভৃতি পাঠানো, গ্রাহকের ব্যাংক হিসাব থেকে বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, ঋণের কিস্তি, বীমা প্রিমিয়াম জমা দেওয়া।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ৪ এপ্রিল পর্যন্ত (ছুটিকালীন) বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের (আরটিজিএস) সব কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বিএসিপিএস, আরটিজিএস ও বিইএফটিএন বন্ধ থাকলেও ছুটির সময়ে সার্বক্ষণিক ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) চালু রাখতে হবে। ফলে সহজে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে যে কোনো ব্যাংকের এটিএম, পস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা পাওয়া সম্ভব।

এ ছাড়া এনপিএসবি চালু থাকলে যেকোনো ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংকের গ্রাহকের হিসাবে মুহূর্তেই টাকা পাঠানো যায়। এ ছাড়া এর মাধ্যমে পণ্য কিংবা সব সেবার মূল্য পরিশোধ করার সুযোগ আছে।

আরেকটি সার্কুলারে বলা হয়েছে, সীমিত ব্যাংকিং সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেঅর্ডার ও ডিডি ইস্যু করা যাবে। একই ব্যাংকের একই শাখার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button