গাজীপুরে নতুন আরও ১২ জনসহ ১৮ পোশাক কারখানার ২৭ শ্রমিক কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে বেড়েই চলছে পোশাক কারখানায় শ্রমিকদের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা। নতুন করে আরও ১২ জনসহ এ পর্যন্ত ১৮ পোশাক কারখানার মোট ২৭ জন শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

তাঁদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি এবং ২৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (১৬ মে) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজীপুরের বিভিন্ন এলাকার ১৮ টি পোশাক কারখানায় কর্মরত মোট ২৭ জন শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গাজীপুর সিভিল সার্জন অফিস, শিল্পাঞ্চল পুলিশ এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরে করোনা পজেটিভ ২৭ জন পোশাক শ্রমিকের মধ্যে ১৭ জন গাজীপুরে ও ১০ শ্রমিক তাঁদের নিজ জেলায় নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৩ জন কোভিড-১৯ ডেডিকেটেড বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। অপর ২১ জন গাজীপুরে এবং ৩ জন তাঁদের স্থায়ী ঠিকানায় হোম আইসোলেশনে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন করে কোভিড-১৯ শনাক্ত ১২ জনের মধ্যে কাশিমপুরের নয়াপাড়া এলাকার একটি পোশাক কারখানার দুই নারীসহ ৬ জন শ্রমিক। সারদাগঞ্জ এলাকার একটি পোশাক কারখানার ১ জন শ্রমিক, কোনাবাড়ির আমবাগ এলাকার একটি পোশাক কারখানার ১ জন (২২)। এরশাদ নগর এলাকার একটি পোশাক কারখানার ১ জন পুরুষ (৩০) শ্রমিক ও সাতাইশ রোড এলাকার একটি পোশাক কারখানার ১ জন নারী (২৫) শ্রমিক। কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক চা বাগান এলাকার একটি পোশাক কারখানার ১ জন পুরুষ (২৮) শ্রমিক এবং শফিপুর এলাকার একটি পোশাক কারখানার ১ জন নারী (২৮) শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এর আগে কোভিড-১৯ শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে রয়েছে, জিএমপি’র গাছা থানার বড়রাড়ী এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক (২৪)।  সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার ২ জন পুরুষ শ্রমিক (১৮) ও (২৫) এবং অপর একটি কারখানার একজন পুরুষ শ্রমিক (৪০)। টঙ্গীর মুদাফা এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক (৩৫), আউচপাড়া এলাকার একটি পোশাক কারখানার দুই জন শ্রমিক কোভিড-১৯ শনাক্ত। একজন পুরুষ (২৮) অপরজন নারী (২১)। গাজীপুরা এলাকার একটি পোশাক কারখানার এক নারী শ্রমিক।

কোভিড-১৯ শনাক্তদের মধ্যে আরো রয়েছে জয়দেবপুর থানার নতুন বাজার এলাকার একটি পোশাক কারখানার পুরুষ শ্রমিক (২৬) একজন। বাঘেরবাজার এলাকার দুই কারখানার তিন নারী শ্রমিকসহ ৪ জন। পুরুষ শ্রমিকের বয়স (৪৫), দুই নারী শ্রমিকের বয়স (৩০) অপর জনের বয়স (১৯)।

অপরদিকে কাশিমপুরের সাবাবো এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এছাড়াও শ্রীপুরের তেলিহাটি এলাকার একটি কারখানার একজন পুরুষ শ্রমিক (৩০) কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, গাজীপুর সদর ও মহানগরের এ পর্যন্ত মোট ২২ জন পোশাক শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৫ শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে ৪ জনের এবং অন্য ১৪ জন তাঁদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। গাজীপুরে হোম আইসোলেশনে রয়েছেন ১৭ জন।

টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুল ইসলাম বলেন, পোশাক শ্রমিকদের নমুনা পরীক্ষায় ৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে তিনজন গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একজন সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। ২ জন গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি রয়েছেন। অপরজন কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জনা যায়, কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক চা বাগান এলাকার একটি পোশাক কারখানার ১ জন পুরুষ (২৮) শ্রমিক এবং শফিপুর এলাকার একটি পোশাক কারখানার ১ জন নারী (২৮) শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে। দু’জনই হোম আইসোলেশনে রয়েছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম ফাতেহ্ আকরাম বলেন, তেলিহাটি এলাকার এলাকার একটি পোশাক কারখানার একজন পুরুষ শ্রমিক (৩০) কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। তিনি হোম আইসোলেশন রয়েছেন।

টাঙ্গাইলের নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, গাজীপুরের কাশিমপুর সাবাবো এলাকার একটি কারখানার একজন পুরুষ শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিনি নাগরপুর থানার গয়হাটা এলাকার পুগলি গ্রামে হোম আইসোলেশন রয়েছেন।

লালমনিরহাট জেলার সিভিল সার্জন নির্মলেন্দু রায় বলেন, ১৮ এপ্রিল গাজীপুরের সাইনবোর্ড এলাকার দুই শ্রমিক পরিবারসহ লালমনিরহাটে এসেছে। নমুনা পরীক্ষার পর ৭ মে পাওয়া রিপোর্টে আমরা জানতে পারি দুই পোশাক শ্রমিকসহ ওই পরিবারের ৬ সদস্যের করোনা পজেটিভ হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে……….

গাজীপুরে ১১ পোশাক কারখানার পাঁচ নারী শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত

গাজীপুরে ৭ পোশাক কারখানার ১০ শ্রমিক করোনা পজেটিভ

গাজীপুর থেকে লালমনিরহাট গিয়ে ৩ পোশাক শ্রমিকসহ পরিবারের ৬ জন করোনা পজেটিভ

গাজীপুরে দুই পোশাক কারাখনার দুই শ্রমিক করোনা আক্রান্ত

সুনামগঞ্জের করোনা পজেটিভ ৪ জন গাজীপুরের পোশাককর্মী

গার্মেন্টসকর্মীদের হোম কোয়ারেন্টিনে পাঠাতে ডিসিদের নির্দেশ

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button