কোভিড-১৯ শনাক্ত শ্রীপুরের এসি-ল্যান্ড ফারজানা নাসরীন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন।
সোমবার (৬ জুলাই) বিষয়টি জানিয়ছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম।
জানা গেছে, কোভিড প্রতিরোধে শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে সচেতনতা সৃষ্টি, মোবাইল কোর্ট পরিচালনা ও কোভিড সংক্রমণ রোধ সংক্রান্ত নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন এসি ল্যান্ড ফারজানা নাসরীন। সম্প্রতি করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষায় তিনি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম বলেন, ‘করোনা উপসর্গ থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন গত ৩০ জুন নমুনা দেয়। পরীক্ষার পর রিপোর্ট এলে ৫ জুলাই জানা যায় এসি ল্যান্ড করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন’।